৩ এপ্রিল, ২০২৩ ১৭:৫০

টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

অনলাইন ডেস্ক

টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

আয়ারল্যান্ডের বিপক্ষের একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। সাইড স্ট্রেইনের চোটের কারণে তিনি মঙ্গলবার শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে খেলতে পারছেন না বলে জানা গেছে। 

আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোটে পড়েছিলেন তাসকিন। টেস্ট দলের অনুশীলনেও তাই থাকতে পারেননি। জানা গেছে, চোট কাটিয়ে উঠতে তাসকিনে দুই সপ্তাহ লাগতে পারে। এসময়টা তাকে মাঠের বাইরেই থাকতে হবে।

গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন তাসকিন। এর আগে ৭ মাস চোটের কারণে টেস্ট খেলতে পারেননি এই পেসার। 

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন তাসকিন। ওয়ানডে সিরিজেও বেশ ছন্দেই ছিলেন তিনি। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ইনিংসে বল করে পেয়েছিলেন ৫ উইকেট।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর