৪ এপ্রিল, ২০২৩ ০৬:২৬

‘টেস্টে খালি জিতলে হবে না, ডমিনেট করতে হবে’

অনলাইন ডেস্ক

‘টেস্টে খালি জিতলে হবে না, ডমিনেট করতে হবে’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন যেকোনো সিরিজের আগেই টিম হোটেলে ক্রিকেট দলের সঙ্গে বৈঠক করেন। আয়ারল্যান্ডের বিপক্ষেও একমাত্র টেস্টের আগে সেটির ব্যতিক্রম ঘটেনি। 

বাংলাদেশ দলের অনুশীলন শেষে গতকাল সোমবার দুপুরে টিম হোটেলে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ সাকিব আল হাসানদের সঙ্গে বৈঠক করেন পাপন। এছাড়া টিম হোটেলে প্রোগাম হেড ডেবিড মুরস বিসিবির বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করছেন। সেখানে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

সাদাপোশাকে মাত্র ৩ ম্যাচ খেলা আয়ারল্যান্ড অপেক্ষাকৃত অনেক দুর্বল হলেও বিসিবি সভাপতি ছাড় দিতে নারাজ এক চুলও। সাকিব আল হাসান-লিটন দাসদের আইপিএলের শুরু থেকে এনওসি না দেওয়াটা যেটি প্রমাণ করেছে আগেই। এবার কোচ-অধিনায়কদের সঙ্গে বৈঠকে দিলেন কড়া বার্তা।

পাপন সোজাসুজি জানিয়ে দিয়েছেন এই ম্যাচে শুধু জিতলে হবে না, আইরিশদের বিপক্ষে ডমিনেশন (কর্তৃত্ব) দেখাতে হবে।

বিসিবি সভাপতির ভাষ্য, ‘টেস্ট ফরম্যাটে আমরা ভালো করতে চাচ্ছি। এটা একটা চ্যালেঞ্জ। ছোট-বড় টিম নিয়ে বড় কথা না। এটার পর আফগানিস্তানের সঙ্গে দুটো টেস্ট আছে। ওটাও অনেক চ্যালেঞ্জিং। সে জন্য আমি মনে করি আমাদের খালি জিতলে হবে না। এই টেস্টে জেতা উচিৎ অবশ্যই, পুরা খেলাটাই ডমিনেট করতে হবে।’

ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন আহমেদ। সেটি নিয়েও কোচ-অধিনায়কের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি। তবে কাকে নেওয়া হবে এখন পর্যন্ত সেটি জানানো হয়নি।

বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের একজন ক্রিকেটার ইনজুরড। তাসকিন ইনজুরড। যার জন্য এটা একটা বড় সিদ্ধান্ত। সে জন্য কোচ-ক্যাপ্টেন-প্লেয়ারদের সঙ্গে কথা হলো।’

আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। সকাল ১০টায় খেলাটি শুরু হবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর