৭ এপ্রিল, ২০২৩ ১১:০৮

বাংলাদেশকে ১৩৮ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড

অনলাইন ডেস্ক

বাংলাদেশকে ১৩৮ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড

ঢাকা টেস্টের চতুর্থ দিনে দুই উইকেট হাতে রেখে মাত্র ৩৬ মিনিট তথা ৯ ওভার ব্যাট করতে পেরেছে আয়ারল্যন্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ম্যাকব্রিন-হুমকে ফিরিয়ে ২৯২ রানে অলআউট করেন ইবাদত। আইরিশদের লিড ১৩৭। বাংলাদেশের প্রয়োজন ১৩৮। চতুর্থ দিন সকালে মাত্র ৬ রান করতে পেরেছে আয়ারল্যান্ড।

শুক্রবার চতুর্থ দিনে তাইজুলকে দিয়ে বোলিং শুরু করালেন অধিনায়ক সাকিব। তবে ব্রেক থ্রু দিলেন ইবাদত। তার চোখ ধাঁধানো একটা সুইং বল ডিফেন্ড করতে গিয়েছিলেন অ্যান্ডি ম্যাকব্রেইন। কিন্তু তাকে বোকা বানিয়ে বল স্টাম্পে আঘাত হানে। ১৫৬ বলে ৭২ রানের ইনিংস খেলে ফিরলেন ম্যাকব্রেইন। এরপর গ্রাহাম হিউমকে (২) লিটন দাসের গ্লাভসবন্দি করে আইরিশদের দ্বিতীয় ইনিংসের ইতি টেনে দেন ইবাদত। ৩৭ রানে এই পেসারের শিকার ৩টি। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া তাইজুল এবার ৪২ ওভারে ১৬ মেডেনসহ ৯০ রানে নিলেন ৪ উইকেট। অধিনায়ক সাকিব নিয়েছেন ২টি।

এর আগে, গতকাল বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলায় ৮ উইকেটে ২৮৬ রান তুলে ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড। মাত্র ১৩ রানে ৪ উইকেট হারানো দলটি ঘুরে দাঁড়ায় লরকান টাকারের অসাধারণ সেঞ্চুরিতে। তার ১০৮ রানের ইনিংসে ছিল ১৪টি চার এবং ১টি ছক্কা। এছাড়া ১৪৫ বলে টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নেন হ্যারি টেক্টর। ৫৬ রানে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। অ্যান্ডি ম্যাকব্রেইনও ৭১* রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর