১৪ মে, ২০২৩ ০৯:৩৩

সেঞ্চুরি খড়া কাটলো সৌম্য সরকারের

অনলাইন ডেস্ক

সেঞ্চুরি খড়া কাটলো সৌম্য সরকারের

সৌম্য সরকার

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগের শেষ ম্যাচে বিকেএসপিতে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলে সেঞ্চুরি খড়া কাটিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটার সৌম্য সরকার। চার বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি পেলেন তিনি। ম্যাচটি গুরুত্বহীন হলেও সৌম্যর সেঞ্চুরি এটিকে গুরুত্বপূর্ণ করে তুলে।

সর্বশেষ ২০১৯ সালে আবাহনী লিমিটেডের হয়ে সেঞ্চুরি করেছিলেন সৌম্য। ২০৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেঞ্চুরির ইনিংসকে প্রথম ডাবল সেঞ্চুরিতে পরিণত করে পুরনো রুপে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য। কিন্তু সবাইকে হতাশ করে পরের ৫৫টি লিস্ট ‘এ’ ম্যাচে সেঞ্চুরিহীন থাকেন সৌম্য। লিস্ট ‘এ’ ছাড়াও ২০২১ সালের ডিসেম্বরে বিসিএলে সেঞ্চুরি করেছিলেন সৌম্য।

ঢাকা প্রিমিয়ার লিগের শেষ দিন শনিবার (১৩ মে) প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৯৮ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাব্বির রহমান সর্বোচ্চ ৮২ এবং ইরফান শুক্কুর অপরাজিত ৭৮ রান করেন।মোহামেডানের হয়ে আবু জায়েদ রাহি ৩টি এবং রুয়েল মিয়া ২টি উইকেট নেন।

৭টি চার এবং ৪টি ছক্কায় ১১২ বলে ১০২ রান করেন সৌম্য। এছাড়া রুবেল মিয়া ৮৭ ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ৪২ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৬১ রান করেন।  রূপগঞ্জের করা ২৯৮ রান এক বল বাকি থাকতে টপকে গেছে তারা।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর