২০ মে, ২০২৩ ০৭:২০

দীর্ঘ পথচলার ইতি টানছেন জোন্স

অনলাইন ডেস্ক

দীর্ঘ পথচলার ইতি টানছেন জোন্স

ফিল জোন্স

ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ পথচলার ইতি টানতে যাচ্ছেন ফিল জোন্স। মৌসুম শেষে ক্লাব ছাড়বেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

ম্যানচেস্টারের দলটির সঙ্গে জোন্সের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে ইউনাইটেড জানায়, মেয়াদ শেষে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়বেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

ব্ল্যাকবার্ন রোভার্স থেকে ২০১১ সালে ইউনাইটেডে যোগ দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ২২৯ ম্যাচ খেলেছেন জোন্স। তবে চোটের কারণে গত কয়েক মৌসুম ধরে ভুগছেন তিনি। ২০১৯-২০ মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত মাত্র ১৩টি ম্যাচ খেলতে পেরেছেন এই ইংলিশ ফুটবলার।

ইউনাইটেডের হয়ে জোন্স সবশেষ খেলেছেন গত মৌসুমে, প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে। ইংল্যান্ডের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইউনাইটেড। তাদের পরের ম্যাচ শনিবার, বোর্নমাউথের বিপক্ষে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর