৩০ জুন, ২০২৩ ১৬:২৮

এখন নিশ্চয়ই মানুষ ফুটবল দেখবে: রাকিব হোসেন

রাশেদুর রহমান, বেঙ্গালুরু থেকে

এখন নিশ্চয়ই মানুষ ফুটবল দেখবে: রাকিব হোসেন

নতুন বাংলাদেশের নতুন তারকা রাকিব হোসেন

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এবার তাদের লক্ষ্য ফাইনাল খেলা। তারপর ট্রফি হাতে নেওয়া। ২০০৯ সালে সর্বশেষ সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের বাধাই আর পাড়ি দিতে পারেনি বাংলাদেশ।

অতীতে ব্যর্থতার এই ইতিহাস ঝেড়ে ফেলে সাফল্যের নতুন সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে চাইছে বাংলাদেশ। নতুন এই বাংলাদেশের নতুন তারকা রাকিব হোসেন, শেখ মোরসালিনরা। তাদের নিয়ে নেটিজেনরা আলোচনায় মজেছেন।

দেশের ফুটবল নিয়ে মানুষের মধ্যে কেবল হতাশাই ছিল। তবে সেই হতাশা কাটিয়ে নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন তারা। স্বপ্ন দেখাচ্ছেন তরুণ রাকিব আর মোরসালিনরা।

রাকিব বললেন, ‘আমাদের মধ্যে অনেকেই ভালো ফুটবল খেলছে। মোরসালিন অসাধারণ একজন ফুটবলার। সে অনেক বড় তারকা হতে পারে। মাঠে তার সঙ্গে আমার খেলাটা দারুণ হয়। ক্লাবেও (বসুন্ধরা কিংস) আমরা একসঙ্গে খেলি।’

মোরসালিনও রাকিবের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘রাকিব ভাই দারুণ ফুটবলার। তাছাড়াও দলে আরও অনেকে ভালো ফুটবল খেলছেন। আমি ভাগ্যবান যে এমন ভালোমানের ফুটবলারদের সঙ্গে খেলতে পারছি।’ এতদিন জামাল ভূইয়া, তপু বর্মণ আর আনিসুর রহমান জিকোর নামই শোনা যেতো মানুষের মুখে মুখে। এবার থেকে রাকিব, মোরসালিন আর ফাহিমদের নামও শোনা যাবে সমর্থকদের মুখে।

একসময় ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে দর্শকদের মাঠে টানতেন, কাজী সালাউদ্দিন, শেখ মুহাম্মদ আসলাম, মোনেম মুন্না, কায়সার হামিদ, সাব্বিররা। বহু বছর বড় কোনো তারকা ছিল না ফুটবলে। রাকিব-মোরসালিনরা কী সেই অভাব পূরণ করতে পারবেন! রাকিব বলছেন, ‘এখন অনেকেই ভালো ফুটবল খেলছে। তাদের খেলা দেখতে মানুষ নিশ্চয়ই মাঠে আসবে।’

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর