১৪ জুলাই, ২০২৩ ০৬:২৩

অভিষেক টেস্টে শতরান জয়সওয়ালের

অনলাইন ডেস্ক

অভিষেক টেস্টে শতরান জয়সওয়ালের

টেস্ট অভিষেকেই চমকে দিলেন যশস্বী জয়সওয়াল। ১৭তম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হওয়া অ্যালিক আথানাজের বলে সিঙ্গেল নিয়ে ২১৫ বলে শতরান পূরণ করেন যশস্বী।

বুধবার ম্যাচের প্রথম দিন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার ঘূর্ণি দাপটে মাত্র ১৫০ রানে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। একাই ৫ উইকেট নিয়েছেন অশ্বিন। জাদেজা নিয়েছেন ৩ উইকেট। বাকি দুই উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।

জবাবে দিনের শেষে রোহিত শর্মা এবং অভিষেক ব্যাটার যশস্বী জয়সওয়াল ৮০ রানের পার্টনারশিপ গড়েছিলেন। দ্বিতীয় দিন লাঞ্চের মধ্যেই এই দুই ব্যাটার হাফ সেঞ্চুরি করে ফেলেছিলেন। শেষ পর্যন্ত দুজনেই করেন সেঞ্চুরি।

১০৩ রানে রোহিত আউট হলেও ১৪৩ রানে অপরাজিত আছেন জয়সওয়াল। আরেক পাশে বিরাট কোহলি ৩৬ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে ৩১২ রান করেছে ভারত।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর