১৬ জুলাই, ২০২৩ ১৮:১৯

আফগান শিবিরে তাসকিনের জোড়া আঘাত

অনলাইন প্রতিবেদক

আফগান শিবিরে তাসকিনের জোড়া আঘাত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লড়াইয়ে বোলিং করতে এসে দুই উইকেট তুলে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩ ওভার শেষে ২ উইকেটে ১৬ রান।  

সিলেটে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে ছক্কা মারলেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু ঠিক পরের বলেই সাজঘরের পথ দেখতে হলো আফগান ওপেনারকে। দারুণ শর্ট ডেলিভারিতে তাকে ৮ রানে সাজঘরে ফেরান তাসকিন। 

ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিলেন ডানহাতি এই পেসার। এরপর নিজের দ্বিতীয় ওভারে হজরতউল্লাহ জাজাইকে ৪ রানে ফেরান তাসকিন।

সিলেটে টি-টোয়েন্টি সিরিজটি শুরুর আগে আফগানদের বিপক্ষে বাংলাদেশ ৯ ম্যাচে মাত্র ৩টি ম্যাচ জিতেছিল। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এবার টাইগাররা সেই সংখ্যাকে চারে নিয়ে গেছে। একইসঙ্গে জাগিয়েছে প্রথমবারের মতো রশিদ খানদের টি-টোয়েন্টি সিরিজ হারানোর সম্ভাবনা।

এর আগে গত শুক্রবার রুদ্ধশ্বাস ম্যাচে আফগানদের ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

বিডি-প্রতিদিন/বাজিত

সর্বশেষ খবর