২০১০ সালের পর সাত নম্বর জার্সিটাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদে এই জার্সি পরেই রাজত্ব করেছেন তিনি। সেই জার্সি এখন পেয়েছেন দলটির ব্রাজিলিয়ান তরুণ তুর্কি ভিনিসিউস জুনিয়র।
রোনালদোর মহাভক্ত ভিনিসিউস জুনিয়র অনেকবারই ভালোবাসা প্রকাশ করেছেন। আরও একবার ভিনির মুখে শোনা গেল রোনালদোর স্তুতি।
প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচে ৭ নম্বর জার্সি পরেই খেলেছেন ব্রাজিল তারকা ভিনি। যিনি আগের ম্যাচগুলোতে ২০ নম্বর জার্সি পরে খেলতেন। মাঠে অসাধারণ নৈপুণ্য দেখানোয় রোনালদোর বিখ্যাত ৭ নম্বর জার্সি ভিনিকেই দিয়েছে রিয়াল।
এই নম্বরটি রিয়ালের অনেক কিংবদন্তি গায়ে চড়ালেও ভিনির উচ্ছ্বাস মূলত রোনালদোর জন্য। নতুন জার্সি পরে এক প্রতিক্রিয়ায় ভিনিসিয়ুস বলেছেন, ‘এই জার্সি পরতে পেরে আমি কৃতজ্ঞ। এর আগে অনেক কিংবদন্তি খেলোয়াড় এটি পরেছেন। এটা আমার কাছে বিশাল কিছু।’
রিয়াল মাদ্রিদে রোনালদো আর ভিনির একসঙ্গে খেলা হয়নি। ব্রাজিল তারকা যেবার রিয়ালে যোগ দিয়েছিলেন, সে বছরই স্প্যানিশ লিগ ছেড়ে জুভেন্তাসে পাড়ি জমান রোনালদো। কিছুদিন আগে অবশ্য সৌদিতে রোনালদোর সঙ্গে দেখাও করে এসেছেন ভিনি। একসঙ্গে খেলতে না পারলেও রোনালদোকে নিয়ে তার মুগ্ধতার শেষ নেই, ‘এই সংখ্যা শৈশব থেকেই আমার খুব পছন্দের। ক্রিশ্চিয়ানো রোনালদো আমার জন্য অনুপ্রেরণা। আমি তার সব খেলা দেখেছি। সে এই ক্লাবের একটি যুগের ধারক। সে আমার আদর্শ।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ