বিশ্বকাপ ও এশিয়া কাপের দলের জন্য আগামীকাল সোমবার থেকে বিশেষ ফিটনেস ক্যাম্প শুরু করতে যাচ্ছে বিসিবি। এই ক্যাম্পের হালচাল দেখেই আগস্টের প্রথম দিকে ঘোষণা করা হবে এশিয়া কাপের দল।
আজ রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসব তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
নান্নু জানিয়েছেন, ‘৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাইছি, খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি, ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল (অনুশীলন) শুরু হবে ৮ তারিখে। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেব। ওরাই স্কিল করবে এশিয়া কাপের জন্য।’
নান্নু বলেন, ‘স্টান্ডার্ডটা (ফিটনেস) তো দেখতে হবে। অনেক দিন হয়েছে প্রথম শ্রেণি, প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। অনেক লম্বা বিরতি। কেউ কেউ ইমার্জিং শেষ করেছে, কেউ টাইগার্স ক্যাম্পে ছিল। আমরা একটু দেখতে চাইছি, কেমন আছে।’
তামিম ইকবালের ফিটনেসও নিয়ে নান্নু বলেছেন, ‘মেডিকেল থেকে আমরা এখনো কোনো আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি, একটা রিপোর্ট পাব। আশা করছি, অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি।’
বিডি প্রতিদিন/নাজমুল