প্রীতি ম্যাচ হলেও প্রতিপক্ষ যখন রিয়াল মাদ্রিদ, বড় জয় পেলে তা নিয়ে বার্সেলোনা শিবিরে উচ্ছ্বাস থাকাটাই স্বাভাবিক। তবে দারুণ ফলাফলের পরও দলে আরও উন্নতির সুযোগ দেখছেন শাভি এর্নান্দেস। কাতালান ক্লাবটির কোচ বলেছেন, চলতি গ্রীষ্মের দলবদলে আরও খেলোয়াড় দলে টানতে চান তারা।
প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে যুক্তরাষ্ট্রের ডালাসে গত শনিবারের ম্যাচে রিয়ালকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। জালের দেখা পান উসমান দেম্বেলে, ফার্মিন লোপেস ও ফেরান তোরেস। এই সফরে নিজের প্রথম ম্যাচে আর্সেনালের বিপক্ষে ৫-৩ গোলে হেরেছিল লা লিগা চ্যাম্পিয়নরা। রিয়ালের বিপক্ষে অবশ্য দেখা যায় ভিন্ন বার্সেলোনাকে। ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন দেম্বেলে। রিয়াল কিছু সুযোগ নষ্ট করলেও ভুল করেনি শাভির দল। ম্যাচের শেষের দিকে এরপর ব্যবধান বাড়ান লোপেস ও তোরেস।
এই দলবদলে বার্সেলোনায় যোগ দিয়েছেন মিডফিল্ডার ইলকাই গিনদোয়ান, ওরিওল রোমেউ, ডিফেন্ডার ইনিগো মার্তিনেস। এই তালিকায় আরও নাম যোগ করতে চান শাভি। এছাড়া চুক্তি হয়েছে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর খকের সঙ্গে, তিনি কাম্প নউয়ে যোগ দেবেন ২০২৪-২৫ মৌসুমে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, বিভিন্ন পজিশনে নতুন খেলোয়াড় প্রয়োজন তাদের।
তিনি বলেন, দলবদলের বাজার ৩১শে অগাস্ট শেষ হবে। অনেক কিছুই ঘটতে পারে। আশা করি আমরা আরও শক্তিশালী হতে পারব। আমরা কিছু খেলোয়াড়কে মিস করছি। আমাদের ক্রীড়া ব্যবস্থাপনা টিম তা জানে এবং সভাপতিও এই ব্যপারে অবগত। (রিয়াল মাদ্রিদ ম্যাচের) ফলাফল নিয়ে উচ্ছ্বাস থাকলেও আমাদের দলে আরও কয়েকজন খেলোয়াড় দরকার।
সবশেষ মৌসুমের পর বার্সেলোনা ছেড়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার সের্হিও বুসকেতস, ডিফেন্ডার সের্হি রবের্তো, সামুয়েল উমতিতি। গুঞ্জন রয়েছে, পিএসজিতে যোগ দিতে পারেন ফরোয়ার্ড উসমান দেম্বেলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ