১২ আগস্ট, ২০২৩ ১০:৫৪

প্রথমবারের মতো জাতীয় দলে তানজিদ তামিম

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো জাতীয় দলে তানজিদ তামিম

তানজিদ হাসান তামিম

আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা না হলেও স্থান পেয়েছেন তরুণ উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম। 

২২ বছর বয়সী ওপেনার তানজীদ তামিম প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। দেশসেরা ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতি পূরণ করতেই এই তরুণ ব্যাটারকে দলে নেয়া হয়েছে। 

গত মাসে শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটিসহ ১৭৯ রান করেন তিনি। তার ব্যাটিংয়ে ছিল আগ্রাসীর ছোঁয়া। তামিম না থাকায় ওপেনিংয়ে লিটনের সঙ্গী কে হবেন তা নিয়ে আলোচনা চলছিল বেশ। যেখানে ছিল তানজিদের নামও। শেষ পর্যন্ত নিজের নাম এশিয়া কাপের দলে দেখতে পেলেন ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ওপেনার।  

তামিম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পরে খেলেছেন এইচপি, বাংলাদেশ টাইগার্স ও বাংলাদেশ ‘এ’ দলে। ২০১৯ সালে লিস্ট ‘এ’ অভিষেকের পরে ৪৩ ম্যাচে ২৭.৮ গড়ে করেছেন ১১৪০ রান।

৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে। 

এশিয়া কাপে বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম শেখ।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর