৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:১৮

নিশাঙ্কাকে ফেরালেন শরীফুল

অনলাইন ডেস্ক

নিশাঙ্কাকে ফেরালেন শরীফুল

হাসান মাহমুদ দিমুথ করুণারত্নেকে ফেরানোর পর কুশাল মেন্ডিসকে নিয়ে হাল ধরেছিলেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। তাদের হাত ধরেই শতক পেরোয় লঙ্কানরা।

তবে ধীরস্থির আগানো এই জুটি ভাঙেন টাইগার পেসার শরিফুল ইসলাম। 

শরীফুলের স্লোয়ারের মুখে ব্যাটটা নামাতে দেরি করেন নিশাঙ্কা। আম্পায়ার পল উইলসন আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দেন। সেই সিদ্ধান্তকে সাথে সাথেই চ্যালেঞ্জ জানানো হয়। তবে শেষ রক্ষা হয়নি। রিভিউতেও নিশাঙ্কাকে আউট ঘোষণা করা হয়। 

৭৪ রানের জুটি শেষ পর্যন্ত ভেঙেছে। নিশাঙ্কা ফিরেছেন ৬০ বলে ৪০ রান করে। তিনি ব্যক্তিগত ৩৬ রানের সময়ও অবশ্য একবার জীবন পেয়েছিলেন ।

 

বিডি প্রতিদিন/নাজমুল

সর্বশেষ খবর