এশিয়া কাপে ফেবারিট দল হিসেবেই খেলতে নেমেছিল পাকিস্তান। খেলছিলও দুর্দান্ত। তবে ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাবর আজমের দল। এমনিক সুপার ফোরের পয়েন্ট তালিকায় তাদের অবস্থান এখন তলানিতে।
এদিকে, ফেবারিট ভারতও যে দাপটের সঙ্গে ফাইনালে গেছে, তা নয়। সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে তারা। তাই ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইটা যে একেবারে সহজ হবে, তা নয়। এজন্য ভারতকে কঠিন চ্যালেঞ্জ নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, আমরা ধারণা করতে পারিনি বাংলাদেশের কাছে ভারত হারবে। কিন্তু তারা হেরেছে। এটা লজ্জাজনক হার। পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরেছে এবং এখন তারা এশিয়া কাপের বাইরে। এটা আরও বড় লজ্জা। ভারত তো অন্তত ফাইনাল খেলছে। তারা সব হারায়নি।তিনি আরও বলেন, বাংলাদেশের বিপক্ষে হারটা তাদের (ভারত) জন্য একটা সতর্কবার্তা ছিল। তাদের উচিত ফাইনালে জয় নিশ্চিত করা। কিন্তু এর জন্য তাদের অনেক ভালো খেলতে হবে।
উল্লেখ্য, এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা।
বিডি প্রতিদিন/এমআই