২০ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৪

ঢাকা মাতাতে আসছেন লাকি আলি

অনলাইন ডেস্ক

ঢাকা মাতাতে আসছেন লাকি আলি

ফাইল ছবি

এবার ঢাকা মাতাতে আসছেন সুরের জাদুকর লাকি আলি। একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন ভারতীয় জনপ্রিয় এই গায়ক। সব কিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর বাংলাদেশে আসছেন বলিউডের এই গায়ক। 

জানা গেছে, লাকি আলিকে নিয়ে ‘লিডিং দ্য টাইমস: পাইওনিয়াস অ্যাক্রস জেনারেশনস’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ‘বাই হেয়ার নাউ’ নামের একটি প্রতিষ্ঠান। সেখানের তার গাওয়া সেরা গানগুলি দর্শক এবং শ্রোতাদের শোনাবেন লাকি আলি। তবে, টিকেটের দাম বা কোথায় এবং কখন তার গানের অনুষ্ঠান হবে তা এখনও ঠিক করা হয়নি।

আয়োজকরা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি অনুষ্ঠানের স্থান, সময় এবং টিকিটের দাম জানানো হবে। ‘লিডিং দ্য টাইমস: পাইওনিয়াস অ্যাক্রস জেনারেশনস’ শিরোনামের কনসার্টে তিন প্রজন্মের তিন শিল্পী থাকবেন। লাকি আলী ছাড়াও থাকছেন ঢাকার সংগীতশিল্পী অর্ণব, পাকিস্তানি তরুণ গায়ক হাসান রাহিম।

এদিকে বাংলাদেশেও লাকি আলির বেশ বড় একটি ‘ফ্যান বেইজ’ আছে। তারাও লাকি আলির আসার খবরে উচ্ছ্বসিত। সবাই চাইছেন তাকে একেবারে সামনে থেকে দেখতে, তার সামনে বসে গান শুনতে।

পপ গায়ক হিসাবে পরিচিত লাকি আলি হলেন বলিউডের কৌতুক অভিনেতা মেহেমুদ আলির সন্তান। তিনি পপ গায়ক হিসাবে পরিচিতি পান ‘সুনো’ অ্যালবামের মধ্য দিয়ে। সুনো অ্যালবামের তার গান ‘ও সানাম’ লাকি আলির কর্মজীবন সুদূরপ্রসারী এবং অন্যতম সেরা ভারতীয় পপ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে।

তিনি নিজে একজন গীতিকার, শিল্পী এবং সুরকার। দারুন গানের পাশাপাশি বলিউডের একাধিক সিনেমাতেও দেখা গিয়েছে লাকি আলীকে। রানওয়ে, কাসাক, লাভ অ্যাট টাইমস স্কোয়ারসহ আর কিছু সিনেমায় দেখা গেছে তাকে। তার গাওয়া এক পালকা জিনা, কিউ চালতি হ্যা পাবান’বেশ জনপ্রিয় হয়।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর