এশিয়া কাপে ব্যর্থতার পর বাবর আজমের সমালোচনা চলছে। একাধিক সাবেক ক্রিকেটার পাকিস্তান দলের অধিনায়কের সমালোচনায় মুখর। তবে বাবরের পাশে দাঁড়িয়েছেন দুই সাবেক পাক অধিনায়ক জাভেদ মিয়াদাদ ও মিসবাহ উল হক। তাদের কথায়, শুধু বাবরের একার দোষ নয়।
মিয়াদাদ এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে গোটা দলই ব্যর্থ হয়েছে। শুধু বাবরকে একা আক্রমণ করে লাভ নেই। মিয়াদাদ আরও যোগ করেছেন, এশিয়া কাপে দল যেরকম খেলেছে, এই দল তার থেকেও ভাল খেলার ক্ষমতা রাখে। এই দলটা বেশ ভাল। বিশ্বকাপেও ভাল কিছু করার যোগ্যতা রাখে। শুধু ভারতের মাটিতে মানিয়ে নিতে হবে। আর বিপুল দর্শকের চাপ সামলাতে হবে।
এরপরই মিয়াদাদের সংযোজন, যত দ্রুত চূড়ান্ত দল ঘোষণা হবে, ততই ভাল হবে ক্রিকেটারদের জন্য। মানসিক প্রস্তুতি নেওয়ার কাজটা শুরু করতে পারবে।
মিয়াদাদের কথার সুর ধরে মিসবাহ বলেছেন, সবসময় বাবর পারফর্ম করবে এই ভাবাটা বোকামি। সবাইকে পারফর্ম করতে হবে। তবেই বিশ্বকাপে ভাল কিছু সম্ভব। মিসবাহ আরও বলেন, তিন বছর হল বাবর অধিনায়ক হয়েছে। এখনই ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলাটা বাড়াবাড়ি হয়ে যাবে। এই দলের অনেক ক্রিকেটারের সঙ্গেই খেলেছি। কোচিং করিয়েছি। নির্বাচকও ছিলাম। তাই বিশ্বকাপের জন্য রইল শুভেচ্ছা।
বিডি-প্রতিদিন/আবুল্লাহ