২৯ ডিসেম্বর, ২০২৩ ১৮:২৬

সাকিবের নির্বাচন নিয়ে যা বললেন পাপন

অনলাইন ডেস্ক

সাকিবের নির্বাচন নিয়ে যা বললেন পাপন

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তার জন্মভূমি কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচন করছেন। এখন অবধি তিনবার এই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ফলে রাজনীতির মাঠটা তার ভালোই চেনা। অন্যদিকে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান লড়ছেন মাগুরা থেকে। পাপন-সাকিব দু'জনেই লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে।

শুক্রবার কিশোরগঞ্জে নিজ বাসায় সাংবাদিকদের পাপন সাকিবের রাজনীতির মাঠে নামা নিয়ে বলেন, ‘কী বলার আছে। বলার তো কিছু নাই। আমি দেখেছি সাকিব ওখানে নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে। আমার সঙ্গে ওর কথা হয়েছে, মাশরাফির সঙ্গেও কথা হয়েছে। আমার ধারণা মানুষজন ওকে প্রায় সবাই ভোট দেবে এরকম অবস্থা।’

পাপন আরো বলেন, ‘সাকিবের তো একটা আলাদা প্লাস পয়েন্ট আছে আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে দলের ভোট, আরেকটা হচ্ছে নিউট্রাল ভোট। নিউট্রাল ভোটগুলো আমার ধারণা সাকিবের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। আর ওকে সামনাসামনি দেখতে পাওয়া...। আমার ধারণা যারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না তারাও সাকিবকে ভোট দিতে যাবে।’

সাকিবের সঙ্গে নির্বাচন করছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তারা দুজনেই আবার বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন। কে ভালো করবেন? এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘বলা মুশকিল। এটা বলা কঠিন। এটা এত সহজ না। ’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর