দুর্দান্ত মুহূর্ত বুঝি একেই বলে। যা কিছু প্রথম, ইতিহাসে তার সবটুকুই সুন্দর। শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সেই কাজটাই করলেন পাথুম নিশাঙ্কা। কীর্তিতে তিনি ছাড়িয়ে গেলে শ্রীলঙ্কার ক্রিকেট কিংবদন্তী সনাৎ জয়াসুরিয়াকেও। আফগানিস্তানের বিপক্ষের পাল্লেকেলেতে নিশাঙ্কা অপরাজিত থাকলেন ২১০ রানে। এই ম্যাচে তিন উইকেট হারিয়ে ৩৮৩ রান তুলেছে লঙ্কানরা।
এর আগে ওয়ানডেতে শ্রীলঙ্কার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল জয়াসুরিয়ার। ১৮৯ রানের ইনিংসটি তিনি এতোদিন আগলে ছিলেন। তবে তাকে মাঠে বসিয়ে রেখে সেই কীর্তি তার সামনে বসেই ছাড়িয়ে যান নিশাঙ্কা। উত্তরসূরীকে হাততালিতে বরণ করেছেন জয়সুরিয়াও।
নিশাঙ্কার আগে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি ছিল ১১টি। মোট নয়জন ব্যাটার ছিলেন এই কীর্তির মালিক। শুরুটা করেছিলেন প্রথম ডাবল সেঞ্চুরিয়ান শচীন টেন্ডুলকার। ২০১০ সালে টেন্ডুল দ্বিশতকের মাইলফলক ছুঁয়েছিলে। ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংসটিও ভারতের রোহিত শর্মার (২৬৪ রান)।
ওয়ানডেতে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরিও রোহিতের, তিন বার তিনি দ্বিশত ছুঁয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল