১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১৩:১৮

রিয়াল শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন বেলিংহ্যাম

অনলাইন ডেস্ক

রিয়াল শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন বেলিংহ্যাম

ফাইল ছবি

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বড় এক ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। অ্যাঙ্কেলের চোটে ছিটকে গেলেন দারুণ ফর্মে থাকা ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

লা লিগায় গত শনিবার জিরোনার বিপক্ষে রেয়ালের ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন বেলিংহ্যাম। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে প্রতিপক্ষের মিডফিল্ডার পাবলো তোরের চ্যালেঞ্জে পায়ে আঘাত পেয়ে তিনি মাঠে বসে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর খেলা চালিয়ে যেতে পারেননি। তাকে তুলে ব্রাহিম দিয়াসকে নামান কোচ কার্লো আনচেলত্তি।

পরীক্ষায় ২০ বছর বয়সী এই তারকার বাম অ্যাঙ্কেলে ‘হাই গ্রেড স্প্রেইন’ ধরা পড়েছে বলে ক্লাবের ওয়েবসাইটে জানিয়েছে রিয়াল। সেরে উঠতে কতদিন লাগবে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বেলিংহ্যামকে। সেক্ষেত্রে দলের পরের চার ম্যাচে তিনি খেলতে পারবেন না।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগের মুখোমুখি হবে রেয়াল। এরপর লা লিগায় তাদের তিন ম্যাচ আছে রায়ো ভাইয়েকানো, সেভিয়া ও ভালেন্সিয়ার বিপক্ষে। আগামী ৬ মার্চ সান্তিয়াগো বের্নাবেউয়ে লাইপজিগের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ দিয়ে বেলিংহ্যাম মাঠে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

চোটে পড়ার আগে দারুণ ছন্দে ছিলেন তিনি। বরুশিয়া ডর্টমুন্ড থেকে গত জুনে বের্নাবেউয়ে পা রাখার পর রেয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে ২৮ গোলে সম্পৃক্ত থেকেছেন প্রতিভাবান এই ফুটবলার। এর মধ্যে গোল করেছেন ২০টি, অ্যাসিস্ট ৮টি।

একের পর এক খেলোয়াড়ের চোটে এমনিতেই জেরবার রেয়ালের রক্ষণভাগ। এবার সেখানে বেলিংহ্যামকে হারানোর দুঃসংবাদ শুনতে হলো তাদের।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর