আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার নূর আলি জাদরান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
৩৫ বছর বয়সী এই ব্যাটার দেশটির প্রথম আনুষ্ঠানিক ওয়ানডে ম্যাচ থেকে খেলে আসছিলেন। আফগানিস্তানের হয়ে সবমিলিয়ে দুটি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নূর আলি জাদরান।
২০০৯ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা ঘটেছিল দেশটির, প্রথম ম্যাচ থেকেই তিনি দেশের প্রতিনিধিত্ব করে আসছেন।
সবমিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯৩০ রান করেছেন এই আফগান ওপেনার। ওয়ানডেতে ২৪.৮১ গড়ে ১২১৬ এবং টি-টোয়েন্টিতে তিনি ২৭.১৩ গড়ে ৫৯৭ রান করেছেন।
বিডি প্রতিদিন/এমআই