২০ এপ্রিল, ২০২৪ ২১:২৭

টি-টোয়েন্টির বিশ্ব রেকর্ড চুরমার করে দিল হায়দরাবাদ

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টির বিশ্ব রেকর্ড চুরমার করে দিল হায়দরাবাদ

এক আজব ঘটনাই ঘটালো সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম পাওয়ার প্লে’র ছয় ওভারেই তুলে নিলো ১২৫ রান। আর এই রান তুলতে কোনো উইকেটও হারায়নি তারা। স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান তোলার রেকর্ড করলো তারা।

এর আগে ২০১৭ সালের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ৬ ওভারে ১০৫ রান তুলেছিলো কলকাতা নাইট রাইডার্স। পাওয়ার প্লেতে এটিই ছিল আইপিএল রেকর্ড। 

আর স্বীকৃত ক্রিকেটেরে আগের বিশ্ব রেকর্ডটা ছিল নটিংহামশায়ারের। এই দলটিও ২০১৭ সালে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে ডারহামের বিপক্ষে প্রথম ৬ ওভারে ১০৬ রান তুলেছিল।

হায়দরাবাদের হয়ে এই অসাধ্য সাধন করেছেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মার জুটি। 

পাওয়ার প্লে শেষে হেড ২৬ বলে ৮৪ ও অভিষেক ১০ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন। সপ্তম ওভারের দ্বিতীয় বলে অভিষেককে (১২ বলে ৪৬) ফেরান কুলদীপ। ভাঙে তাদের ১৩১ রানের জুটি। 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর