১৫ মে, ২০২৪ ১৭:৩৫

নিরবতা ভেঙে টাইগারদের শুভকামনা জানালেন সাইফউদ্দিন

অনলাইন ডেস্ক

নিরবতা ভেঙে টাইগারদের শুভকামনা জানালেন সাইফউদ্দিন

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে চোটে পড়া তাসকিন আহমেদ দলে থাকলেও বাদ পড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। 

স্কোয়াড ঘোষণার পর সাইফউদ্দিনকে নিয়ে চারদিকে তুমুল আলোচনা চললেও চুপই ছিলেন সাইফউদ্দিন। তবে এবার নিরবতা ভেঙে লাল-সবুজের জার্সিধারীদের শুভকামনা জানালেন। 

বুধবার নিজের ফেসবুক পেজে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের অফিসিয়াল গ্রুপ ছবি শেয়ার করে লাল-সবুজের জার্সিধারীদের শুভকামনা জানান তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‌‘শুভকামনা বাংলাদেশ দলের জন্য।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন প্রার্থনা ও লাভ ইমোজি।

মঙ্গলবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, গত ৩০ এপ্রিলই আইসিসির কাছে বিশ্বকাপের যে দল পাঠিয়েছিল বিসিবি, সেই দলে কেবল একটি পরিবর্তন হয়েছে। আর তা হচ্ছে সাইফউদ্দিনের বাদ পড়াটা। সাইফের জায়গা নিয়েছেন তানজিম। কমিটি ও টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছেন তরুণ এই পেসারের ওপর। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর