২৩ মে, ২০২৪ ২০:৫৪

লিটন-মেহেদীকে বসিয়ে বোলিংয়ে টাইগাররা

অনলাইন ডেস্ক

লিটন-মেহেদীকে বসিয়ে বোলিংয়ে টাইগাররা

স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে প্রথমটায় হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারীরা। ফলে সিরিজ বাঁচানোর ম্যাচে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন লিটন দাস ও শেখ মেহেদী হাসান।

বৃহস্পতিবার হিউস্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচে সিরিজে টিকে থাকার লড়াইয়ে একাদশে ঢুকেছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম ও পেসার তানজিম হাসান সাকিব।

একাদশে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রও। নশতুশ কেনজিগের জায়গায় ঢুকেছেন শেডলি ফন শকওয়াইক। প্রথম ম্যাচে ৫ উইকেটের অবিস্মরণীয় জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছে যুক্তরাষ্ট্র। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছে তারা।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

যুক্তরাষ্ট্র একাদশ

স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), আন্দ্রিয়েস গুস, অ্যারন জোনস, নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, শেডলি ফন শকওয়াইক, আলী খান, জাসদ্বীপ সিং, সৌরভ নেত্রাভলকার।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর