২৪ মে, ২০২৪ ০২:৪৩

মার্কিনীদের কাছে সিরিজ হারের পর শান্ত, ‘দক্ষতায় সমস্যা নেই, সমস্যা মানসিকতায়’

অনলাইন ডেস্ক

মার্কিনীদের কাছে সিরিজ হারের পর শান্ত, ‘দক্ষতায় সমস্যা নেই, সমস্যা মানসিকতায়’

নাজমুল হোসেন শান্ত

র‌্যাঙ্কিংয়ে দশ ধাপ পিছিয়ে থাকা একটা দলের বিপক্ষে ১৪৫ রান তুলতে ব্যর্থ বাংলাদেশ। 

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। টানা দুই হারে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে ১০০তম হারের রেকর্ডে নাম লিখিয়েছে টাগাররা।

যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে যাওয়া নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটারদের দক্ষতায় সমস্যা দেখছেন না। তার মতে, সমস্যাটা মানসিকতায়।

বৃহস্পতিবার হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরেছিল ৫ উইকেটের ব্যবধানে। তাতে র‌্যাঙ্কিংয়ের ১৯তম দলের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হারল শান্ত বাহিনী।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মঞ্চে এসে টাইগার অধিনায়ক শান্ত জানালেন, সমস্যাটা দক্ষতায় নয়, মানসিকতায়। তিনি বলেন, ‘এটা আসলে দক্ষতার ব্যাপার নয়। আমাদের মানসিকতা বদলাতে হবে। আশা করছি, প্রথম দুই ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারব।’

রান তাড়ায় নেমে দশ ওভার পর্যন্ত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিল বাংলাদেশ। কিন্তু এরপর নিয়মিত উইকেট হারিয়ে শেষ দশ ওভারে ৬৯ রান তুলতে ব্যর্থ হয়। পরের ৯.৩ ওভারে ৬২ রান করতেই ৮ উইকেট হারায় বাংলাদেশ।  শান্ত রান আউট হন তাওহীদ হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে, সাকিব আল হাসান ও হৃদয় আউট হন ইনসাইড এজ হয়ে, বিপদের সময় জাকের আলী উইকেট বিলিয়ে দেন ছক্কা হাঁকাতে গিয়ে।

শান্ত বলেন, ‘খুবই হতাশাজনক। মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হেরেছি।’

টাইগার অধিনায়ক বলেন, ‘সত্যি কথা বলতে, আমরা ভালো ক্রিকেট খেলিনি। তবে আমাদের হাতে আরও একটা ম্যাচ আছে। আমাদের ভালো পরিকল্পনা করে আসতে হবে। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর