রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত দাপট দেখিয়েছে টাইগাররা। প্রকৃত টেস্ট মেজাজে খেলে পাকিস্তানকে ধবলধোলাই করেছে নাজমুল হোসেন শান্তর দল। পিন্ডিতে সবশেষ টেস্ট শেষ হয়েছে ৩ সেপ্টেম্বর। এর ১৬ দিন পর ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ দল মুখোমুখি হবে ভারতের।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসন্ন ভারত সিরিজ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার ব্যাটার লিটন কুমার দাস। তিনি বলেছেন, ‘ভারত অনেক ভালো দল’, ‘আমাদের জন্য বড় চ্যালেঞ্জ’।
উত্তরে লিটন বলেছেন, ‘এটা আসলে অনুপ্রেরণাই দেয়। ভালো খেললে সুনাম হবে, দুজন মানুষ চিনবে। এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু থাকতে পারে না! আমার মনে হয় না চাপের কিছু আছে। টেস্ট ক্রিকেটটা আমরা এখন মোটামুটি ভালো খেলছি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন।’
লিটন বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। তবে এটা এরই মধ্যে অতীত হয়ে গেছে।’ পরে একই প্রসঙ্গে আরেক প্রশ্নে ব্যাপারে সংবাদমাধ্যমেরও সাহায্য চাইলেন বাংলাদেশ ব্যাটার, ‘সামনে তাকানোটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরও একটু সাহায্য করতে হবে। আপনারা যদি পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন, খুব ভালো হবে। খেলোয়াড় হিসেবে আমার কাছে ওটা অতীত হয়ে গেছে।’
বিডি প্রতিদিন/নাজমুল