১৩ অক্টোবর, ২০২৪ ১১:৫৩

হোয়াইটওয়াশের লজ্জা; যা বললেন শান্ত

অনলাইন ডেস্ক

হোয়াইটওয়াশের লজ্জা; যা বললেন শান্ত

বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ করেছে ভারত। শনিবার হায়দরাবাদে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ২৯৭ রান করেছে তারা। এর মধ্যে ৪৭টি বাউন্ডারি মেরেছে তারা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ।

জবাবে ব্যাট করতে নেমে কোনো রকম লড়াই জমাতে পারেনি টাইগাররা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। বলার মতো ইনিংস খেলেন কেবল তাওহীদ হৃদয় এবং লিটন দাস। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৬৪ রান। ফলে ১৩৩ রানের পরাজয় নিয়ে সিরিজ শেষ করল হাথুরুর শিষ্যরা। 

ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'আমরা আমাদের সেরা ক্রিকেট খেলিনি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করিনি। কয়েক ওভার আমরা কিছু ম্যাচে ভালো বল করেছি কিন্তু আজ (গতকাল) আমরা ভালো বোলিং করতে পারিনি। ঘরের মাঠে আমাদের উইকেটে পরিবর্তন আনতে হবে।'

শান্ত আরও বলেন, 'আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে যে আমরা যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আর খেলোয়াড়দেরও দায়িত্ব নিতে হবে যদি উন্নতি করতে চাই।'

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর