তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল ইংল্যান্ড।
নর্থ সাউন্ডে অধিনায়ক শাই হোপের সেঞ্চুরিতে ৩২৮ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। বিশাল লক্ষ্য তাড়ায় ইংলিশ অধিনায়ক লিভিংস্টোনের সেঞ্চুরিতে ১৫ বল বাকি থাকতেই সেই রান টপকে যায় ইংল্যান্ড।
১২ রানে ২ উইকেট হারানোর পর শাই হোপ ও কেসি কার্টির ১৪৩ রানের জুটিতে প্রথম ধাক্কা সামলে নেয় ক্যারিবীয়রা। ৭১ রান করে কার্টি আউট হলেও ঠিকই সেঞ্চুরি তুলে নেন হোপ। ৮ চার ও ৪ ছক্কায় ১২৭ বলে ১১৭ রান করেন তিনি। এর পর রাদারফোর্ডের ৫৪ ও শেষদিকে হেটমায়ার, রোস্টন চেজ এবং ম্যাথু ফোর্ডের ছোট ছোট ক্যামিওতে ৩২৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
৩২৯ রানের লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল ছিল ইংল্যান্ডের। ফিল সল্ট (৫৯) এবং জ্যাকব ব্যাথেলের পর দলের হাল ধরেন লিভিংস্টোন এবং স্যাম কারান। ভারপ্রাপ্ত অধিনায়ক লিয়াম লিভিংস্টোন ৬০ বলে ফিফিটির পর সেঞ্চুরি করেন এর পরের ১৭ বলে। করেন ৮৫ বলে ৫টি চার ও ৯টি ছক্কায় বিস্ফোরক ১২৪* রান।
৭ নভেম্বর বার্বাডোজে সিরিজ নির্ধারনী ম্যাচে মুখামুখি হবে দুই দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ