প্যারিসে সংঘর্ষে জড়িয়েছে ফ্রান্স ও ইসরায়েলের ফুটবলা সমর্থকরা। এই ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ন্যাশনাল লিগের ফুটবল ম্যাচে এই ঘটনা ঘটে।
গত সপ্তাহে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামেও সংঘাতে জড়িয়েছিল ইসরায়েলি ফুটবল সমর্থকরা। সেসময় ক্লাব মাকাবি তেল আবিবের সমর্থকদের ওপর হামলা হয়। এরপরই প্যারিসে ইসরায়েলের ফুটবল ম্যাচটি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে গতকাল প্যারিসের স্টেডিয়ামটি ঘিরে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য মোতায়েন করা হয়েছিল। এ ছাড়া ১ হাজার ৬০০ বেসামরিক নিরাপত্তাকর্মী ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্টেডিয়ামের আসনের সারি বরাবর দৌড়াদৌড়ি করছেন দর্শনার্থীরা। তাদের অনেকের হাতে ইসরায়েলের পতাকা ছিল। একই সময় আরেক পক্ষের সমর্থকদের বাঁশি বাজাতে ও দুয়োধ্বনি দিতে দেখা যায়। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুই পক্ষকে থামান।
ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলকে প্যারিসের পুলিশপ্রধান লরেন্ত নানেজ বলেন, সংঘর্ষ বাধার পর তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তা বাহিনীর দৃষ্টিকোণ থেকে ম্যাচটি খুব ভালোভাবে শেষ হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল