আগামী মৌসুমের আইপিএলের নিলামের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুক্রবার (১৫ নভেম্বর) প্রকাশিত ওই তালিকায় জায়গা পেয়েছেন ১৩ বছর ২৩৪ দিন বয়সী এক বাঁহাতি ব্যাটসম্যান! তার নাম বৈভব সূর্যবংশি।
‘আনক্যাপড’ বা অভিষেক না হওয়া ক্রিকেটার হিসেবে কিশোর বৈভব আছেন সেই তালিকার ৪৯১ নম্বরে। বলাই বাহুল্য, আইপিএলের ইতিহাসে নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় তিনি।
বৈভবের নাম থাকাটা নিঃসন্দেহে চমক। তবে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তাকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় চর্চা অবশ্য আরও আগেই শুরু হয়েছে। এই বয়সেই খেলেছেন ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে মাত্র ৫৮ বলে করেছেন সেঞ্চুরি। যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।
বয়স ১৩ হলেও এরই মধ্যে খেলেছেন রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। প্রথম শ্রেণির ক্যারিয়ারে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। ৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছেন ১০০। সর্বোচ্চ রানের ইনিংস ৪১, সেটি এসেছে এই নভেম্বরেই।
এ ছাড়া বৈভব হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছেন। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিলেন বৈভব। এরপর ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করেন ৪০০ রান।
বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও আছে বৈভবের। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছে, এমন দাবিও নাকি করেন কেউ কেউ।
আইপিএলের মেগা নিলাম এবার হচ্ছে জেদ্দায়। ২৪ ও ২৫ নভেম্বর হবে ক্রিকেটার বিকিকিনির সবচেয়ে বড় এ আয়োজন। দুই দিনে ৫৭৪ ক্রিকেটারকে নিলামে তোলা হবে। নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় ও ৭০ জন বিদেশি ক্রিকেটারকে কেনার সুযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম