আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন তার সাবেক প্রেমিকা কামিলা মায়ান। বিচ্ছেদের দুই বছর পর ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে মামলা করলেন।
জানা যায়, মায়ানকে ছেড়ে বাল্যবান্ধবী আইলেন কোভারের প্রেমে মজেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।
কোভাকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিলো তার। ক্যারিয়ারের বৃহস্পতিও এখন তুঙ্গে। একের পর এক শিরোপা জয়ের আনন্দে ভাসছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। ব্রাইটন থেকে রাতারাতি লিভারপুলে এসে তারকা খ্যাতি পেয়েছেন। জীবনটাকে বেশ উপভোগ করছিলেন। কিন্তু সাবেক প্রেমিকার মামলায় অস্বস্তিতে পড়েছেন তিনি।
ম্যাক অ্যালিস্টারের সঙ্গে আর্জেন্টিনার বাইরে যে কয়েক বছর কাটিয়েছেন, তার জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন মায়ান। তার সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় ম্যাক অ্যালিস্টার তার বর্তমান বান্ধবী আইলেন কোভার সঙ্গে সম্পর্কে জড়ানোর জন্য প্রতারণার অভিযোগও এনেছেন মায়ান।
এসব নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ম্যাক অ্যালিস্টারকে। প্যারাগুয়ের বিপক্ষে হারের ম্যাচে মাঠে নামার আগে প্রাক্তনের করা মামলা নিয়ে প্রশ্নের মুখে পড়েন এই তারকা মিডফিল্ডার। যার উত্তরে তিনি বলেন, ‘আমি মনে করি একটা সম্পর্কের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক ঘটনা। সে (কামিলা মায়ান) ব্যাপারটি জনসমক্ষে আনতে চেয়েছিল। সে যা অনুভব ও বিশ্বাস করেছে, সেটাই করেছে। কিন্তু আমি জানি ব্যাপারগুলো আসলে কীভাবে ঘটেছে। এ কারণেই আমি একদম শান্ত আছি।’
সবটাই আদালতের ওপর ছেড়ে দিয়ে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘তার সঙ্গে আমার আর সম্পর্ক নেই। সে তার পথ বেছে নিয়েছে, আমি আমারটা। ব্যস, এটুকুই। এর বাইরে যদি কিছু থেকে থাকে (মামলাসংক্রান্ত বিষয়াদি), সেটা আদালতের মাধ্যমে ফয়সালা হবে, যেখানে হওয়া উচিত আরকি।’
২৫ বছর বয়সী ম্যাক অ্যালিস্টার বর্তমানে জাতীয় দল আর্জেন্টিনার সঙ্গে আছেন। এখন কোভাকে নিয়ে ইংল্যান্ডেই দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ গড়ার আশায় ম্যাক অ্যালিস্টার। লিভারপুলের সঙ্গে তার চুক্তির মেয়াদও বেশ লম্বা। ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত রয়েছে চুক্তির মেয়াদ।