নিষেধাজ্ঞা শেষে পারিশ্রমিক কমিয়ে হলেও জুভেন্টাসে খেলতে চেয়েছিলেন পল পগবা। কিন্তু তার সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। ফরাসি এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইতালিয়ান ক্লাবটি।
শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ‘পারস্পরিক সমঝোতায়’ এই চুক্তি শেষের ঘোষণা দেয় জুভেন্টাস। আগামী ৩০ নভেম্বরের পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন ৩১ বছর বয়সী পগবা।
বিবৃতিতে পগবার পেশাদার ক্যারিয়ারের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে জুভেন্টাস।
গত বছরের অগাস্টে সেরি আয় উদিনেজের বিপক্ষে ম্যাচের পর দৈবচয়ন ভিত্তিতে করা পগবার নমুনা পরীক্ষায় উচ্চমাত্রার টেস্টোস্টেরোনের উপস্থিতি পাওয়া যায়। ফলে ওই বছরের সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। পরে এই বছরের ফেব্রুয়ারিতে তাকে চার বছরের নিষিদ্ধ করে ইতালির জাতীয় ডোপিং-বিরোধী ট্রাইব্যুনাল, সেটা কার্যকর ধরা হয় ওই বছর সেপ্টেম্বর থেকেই।
‘কোনো অন্যায় করেননি’ জানিয়ে ওই শাস্তির বিরুদ্ধে আপিল করেন ফ্রান্সের ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী পগবা। ওই আপিলেই তার শাস্তি কমে আসে ১৮ মাসে।
আগামী বছরের মার্চে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারবেন পগবা। জুভেন্টাসের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি ছিল তার এবং কদিন আগেও এই দলের হয়েই মাঠে নামার ইচ্ছা পোষণ করেছিলেন তিনি। আর সেজন্য প্রয়োজনে বেতন কমাতেও প্রস্তুত ছিলেন তিনি। কিন্তু তার সেই আশা পূরণ হলো না।
নিষেধাজ্ঞার আগে শেষ ম্যাচটি তিনি খেলেছেন জুভেন্টাসের হয়ে গত বছরের সেপ্টেম্বরে, এম্পোলির বিপক্ষে। দলটির জার্সিতে সেটাই হয়ে থাকল তার শেষ ম্যাচ।
বিডি প্রতিদিন/এমএস