চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ লড়াইয়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিকের বিরুদ্ধে প্রথমার্ধে গোল হজম করে ধাক্কা খায় পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও বড় ধাক্কা ফরাসি ক্লাবটি। উসমান ডেম্বেল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জয়সূচক গোলটি করেন কিম মিন-জে।
প্রথমার্ধে বেশিরভাগ সময় বল দখলে রাখা বায়ার্ন আক্রমণেও আধিপত্য দেখিয়েছে। ৩৮ মিনিটে তার ফল পায় জার্মান চ্যাম্পিয়নরা। কর্নার থেকে গোলমুখে উড়ে আসা বল ক্লিয়ার করতে পারেননি পিএসজি গোলরক্ষক, ফাঁকায় বল পেয়ে হেডে জালে পাঠান দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার মিন-জে।
৫৬তম মিনিটে বড় ধাক্কাটা খায় পিএসজি। আলফুঁস ডেভিসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন উসমান ডেম্বেলে। ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখেন আশরাফ হাকিমিও। ১০ জনের দল নিয়ে এরপর আর সেভাবে লড়াই করতে পারেনি পিএসজি।
পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠেছে বায়ার্ন। পিএসজি একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে নেমে গেছে ২৬ নম্বরে।
বিডি-প্রতিদিন/বাজিত