দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তামিম ইকবাল। জাতীয় দলের হয়ে খেলছেন না এক বছরেরও বেশি সময় ধরে। ঘরোয়া ক্রিকেটেও নেই। কিন্তু এরই মধ্যে জাতীয় ক্রিকেট লিগ টি-টেয়েন্টির দল ঘোষণা করেছে চট্টগ্রাম বিভাগ। যেখানে রাখা হয়েছে তামিম ইকবালকে।
জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার প্রথম বিষয়টা সামনে এনেছিলেন। লম্বা সময় পর মাঠে ফেরার অপেক্ষায় থাকা তামিম ইকবালকে ফিটনেস টেস্ট দিয়ে ফিরতে হবে। সেই পরীক্ষা গতকাল দিয়েছেন এই অভিজ্ঞ ওপেনার। জানা গেছে, তাতে ভালোভাবে উতরেও গেছেন তিনি।
অবশ্য প্রথমে ভাবা হয়েছিল, তামিম মাঠে ফিরবেন ডিসেম্বরের শেষ দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে। বিপিএলের আগে এবার আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমের ফেরাটা তাই একটু আগেভাগেই হচ্ছে।
আগামী ১১ ডিসেম্বর সিলেটে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর। সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টটিতে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন তামিম।
বিডি প্রতিদিন/এমএস