জাতীয় দলের হয়ে এখনও খেলার সুযোগ পাননি বেভন জ্যাকবস। ঘরোয়া ক্রিকেটেও বিশেষ কিছু অর্জন করতে পারেননি তিনি। তাই যখন আইপিএল নিলামে নাম দেন, তখন দল পাওয়ার কোন সম্ভাবনাও ভাবেননি। আসলে তিনি শুধু শখের বশে নিলামে নাম দিয়েছিলেন।
কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস সেই জ্যাকবসকে ৩০ লাখ রুপিতে কিনে নেয়। আইপিএলে দল পাওয়ার আশা না থাকায় নিলামও দেখেননি তিনি। পরে যখন জানানো হয়, তখন জ্যাকবস ভাবেন, সবাই তার সঙ্গে মজা করছে।
জ্যাকবস বলেন, "এটা একটা বিস্ময়কর ঘটনা। সকালে ফোনের আওয়াজে ঘুম থেকে উঠি, এবং দেখি এটা একটা আনন্দের বিস্ময়। আমি খুব বেশি কিছু আশা করিনি, তবে এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।"
তিনি আরও বলেন, "আমি ভোর ৫.৩০-এ ঘুম থেকে উঠি। তখন আমার পরিবারের সদস্যদের বার্তায় ফোন ভর্তি হয়ে গিয়েছিল। তারা বিদেশে ছিল এবং সরাসরি সম্প্রচার দেখছিল। প্রথমে আমি ভেবেছিলাম, তারা আমার সঙ্গে মজা করছে।"
২২ বছর বয়সী এই কিউই ব্যাটারের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় ২০২৩ সালে। এখন পর্যন্ত ৯টি ম্যাচে ১৩৪ রান করেছেন, যার মধ্যে সর্বোচ্চ ইনিংস ছিল ৪২ রান। তার ব্যাটিং গড় ৩৩.৫০ এবং স্ট্রাইক রেট ১৮৮.৭৩।
বিডি প্রতিদিন/এমএস