ইংল্যান্ডের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওলি রবিনসন। সমর্থকদের অনেকেই অবাক হতে পারেন এটা ভেবে যে, রবিনসন তো আগে থেকেই আছেন ইংলিশদের টেস্ট দলে। তিনি তো ইতোমধ্যেই ২০ টেস্টে ৭৬ উইকেট নিয়েছেন, তাহলে নতুন করে আবার ডাক পাওয়ার কি আছে?
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছে ইংল্যান্ড। জেইমি স্মিথ ছুটিতে থাকায় উইকেটকিপার হিসেবে এই দলে ডাক পেয়েছিলেন জর্ডান কক্স। তবে কক্স অনুশীলন ম্যাচে আঙুলে চোট পাওয়ায় তার অভিষেকটা হলো না।
কক্স চোটে পড়ার কারণেই নতুন করে আরেকজন উইকেটকিপার ব্যাটারকে দলে নিয়েছে ইংল্যান্ড। নতুন এই উইকেটকিপার ব্যাটারের নামও আবার ওলি রবিনসন।
তবে নাম একই হলেও তিনি আলাদা। এই রবিনসন পেসার নন, তিনি একজন উইকেটরক্ষক ব্যাটার।
প্রথমবারের মতো ডাক পাওয়া এই উইকেটরক্ষকের পেসারের নাম ছাড়াও মিল আছে অন্য জায়গায়ও। দুজনেরই জন্ম কেন্টে, দুজনের জন্মদিন ১ ডিসেম্বর। তবে জন্মদিন একই হলেও বয়সে পার্থক্য আছে দুজনের। তিন দিন পর ২৬ বছর পূর্ণ হবে কিপার রবিনসনের, ৩১ হবে পেসার রবিনসনের। দুজনের মাঝের নাম আলাদা। কিপারের পুরো নাম অলিভার জর্জ রবিনসন, পেসারের নাম অলিভার এডওয়ার্ড রবিনসন।
পেসার রবিনসন সবশেষ খেলেছেন এই বছরের শুরুতে ভারত সফরে। চলতি সিরিজের স্কোয়াডে তার জায়গা হয়নি।
বিডি প্রতিদিন/এমএস