৬০ বলের টি-টেন ম্যাচে ওয়ানডের মেজাজে ব্যাট করলেন সাকিব আল হাসান। আজকের খেলায় তিনি ২২ বল খেলে ১৫ রান করেছেন, আর সবচেয়ে বড় বিষয় হলো, তিনি আউট হননি। আবুধাবিতে ডেকান গ্লাডিয়েটর্সের বিরুদ্ধে বাংলা টাইগার্সের ম্যাচে এ ঘটনা ঘটে।
সাকিব যখন ৬ নম্বরে ব্যাট করতে নামেন, তখন বাংলা টাইগার্সের স্কোর ছিল ২.২ ওভারে ২৩ রান। সাধারণত টি-টেন ম্যাচে এমন পরিস্থিতিতে খেলোয়াড়রা ঝুঁকিপূর্ণ শট খেলে বড় রান তোলার চেষ্টা করে, কিন্তু সাকিবের ব্যাটিং ছিল পুরোপুরি ভিন্ন। ২২টি বল খেলে একটিও বাউন্ডারি না মেরে তিনি ১৫ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল ৬৮.১৮, যা টি-টেন ক্রিকেটের জন্য অনেক কম।
অন্যদিকে, তার সঙ্গে খেলতে আসা রশিদ খান ৮ বল খেলে দুটি বাউন্ডারি মেরে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন। সাকিবের আক্রমণহীন ব্যাটিংয়ের কারণে বাংলা টাইগার্স মাত্র ৭২ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
এই আসরের আগে, সাকিবের দলের অধিনায়ক হিসেবে দুটি টি-টেন ম্যাচে ব্যাটিং করেছেন। একটিতে ১২ বলে ১৯ রান এবং আরেকটিতে ১৯ বলে ২৯ রান করেন।
এখন পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে বাংলা টাইগার্স দুইটি জয় পেয়েছে, তবে আজ তারা ৯ উইকেটে হেরেছে। সাকিব বল করেছেন একটিমাত্র, সেই বলে পুরান বিশাল ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এমএস