সিরিজ নির্ধারণী ম্যাচে কামরান গুলামের সেঞ্চুরিতে পাকিস্তান বড় সংগ্রহ করে পাকিস্তান। পরে তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়েকে ৯৯ রানে পরাজিত করে সিরিজ জয় নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ে চমক দেখিয়ে পাকিস্তানকে হারালেও, পরবর্তী দুটি ম্যাচে পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে নেয়।
বৃহস্পতিবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে। জিম্বাবুয়ে লক্ষ্য তাড়ায় ৪০.১ ওভারে ২০৪ রানে গুটিয়ে যায়।
পাকিস্তানের বোলিং তাণ্ডবে জিম্বাবুয়ে শুরু থেকেই চাপে পড়ে। সাইম আইয়ুবের ঘূর্ণিতে শুরুতেই দুটি উইকেট হারানোর পর, ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামসের ৪১ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে। কিন্তু এরপর আরভিনের ব্যক্তিগত ৫০ রান করার পর সিকান্দার রাজা ও সিকান্দার রাজারও দ্রুত আউট হয়ে যাওয়ায় বড় চাপের মধ্যে পড়ে স্বাগতিকরা।
ব্রায়ান বেনেট ঝড়ো ব্যাটিং করে চেষ্টা করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত ২০৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। পাকিস্তানের পক্ষে সাইম আইয়ুব, আবরার, রউফ ও জামাল দুটি করে উইকেট নেন।
এর আগে পাকিস্তান দারুণ শুরু করেছিল। সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিকের ৫৮ রানের ওপেনিং পার্টনারশিপের পর কামরান গুলাম ও শফিক ৫৪ রানের আরেকটি জুটি গড়ে দলের স্কোর মজবুত করেন। এরপর মোহাম্মদ রিজওয়ান এবং কামরান গুলামের ৮৯ রানের একটি দারুণ জুটিতে বড় সংগ্রহের দিকে এগোয় পাকিস্তান।
কামরান গুলাম তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ৯৯ বলে ১০৩ রান করেন, যাতে ১০টি চার ও ৪টি ছক্কা ছিল। শফিক ৫০ রান করেন, এছাড়া রিজওয়ান ৩৭, সাইম ৩১, সালমান ৩০ এবং তাহির ২৯ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভা দুটি করে উইকেট নেন।
বিডি প্রতিদিন/এমএস