শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডার উইয়েন মুল্ডার। ব্যাটিংয়ের সময় আঙুলের চোট পেয়েছিলেন তিনি। মুল্ডার বদলি হিসেবে ম্যাথু ব্রিটস্কিকে দলে যোগ করেছে প্রোটিয়ারা।
সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসের ঘটনা। লাহিরু কুমারার করা ২৭তম ওভারের প্রথম বলে ডিফেন্ড করেন মুল্ডার। ব্যাটে খেলতে পারেননি, বল লাগে তার ডানহাতের আঙুলে। মাঠেই মিনিট দশেক চিকিৎসা নেন তিনি। এরপর খেলা চালিয়ে যান মুল্ডার। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। দুই বল খেলার পরই মাঠ ছাড়েন অবসর নিয়ে।
দক্ষিণ আফ্রিকা নবম উইকেট হারালে ফের ব্যাটিংয়ে নামেন মুল্ডার। উইকেট ছেড়ে বেরিয়ে এসে ধানাঞ্জায়া ডি সিলভাকে একটি ছক্কাও মারেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২ বলে ৯ রান করে।
প্রথম দিনের লাঞ্চ বিরতিতে মুল্ডারের আঙুলে এক্স-রে করানো হয়। যেখানে তার চিড় ধরা পড়ে। মুল্ডারের বদলি হিসেবে ফিল্ডিং করেন রায়ান রিকেলটন। পরে অবশ্য দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে নামেন মুল্ডার। আউট হয়ে যান ১৫ রান করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ