পার্থে প্রথম টেস্টে হেরে বেশ বিপাকেই পড়েছে অস্ট্রেলিয়া। সিরিজে ঘুরে দাঁড়াতে অ্যাডিলেইডে জয় পেতে মরিয়া স্বাগতিকরা। তবে দিবারাত্রির সেই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল অজিরা। চোটের কারণে ছিটকে গেছেন তারকা পেসার জশ হ্যাজেলউড। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন দুই নতুন মুখ শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেট।
গতকাল শুক্রবর (২৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে হ্যাজেলউডের ছিটকে যাওয়ার খবর দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে,, 'লো গ্রেড লেফট সাইড চোটে ভুগছেন হ্যাজেলউড। দলের সঙ্গে থেকেই পুনর্বাসন চালিয়ে যাবেন ৩৪ বছর বয়সী পেসার।'
বদলি হিসেবে যাদের নেওয়া হয়েছে, তারা আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। তবে অ্যাবট ও ডগেটকে মূলত ব্যাকআপ হিসেবেই ডাকা হয়েছে। হ্যাজেলউডের জায়গায় খেলার কথা আগে থেকেই স্কোয়াডে থাকা স্কট বোল্যান্ডের। বোল্যান্ড এখন পর্যন্ত ১০ টেস্ট খেলে নিয়েছেন ৩৫ উইকেট। কাজেই ভরসা করার মতই পারফর্মার তিনি।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের স্কোয়াড :
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), শন অ্যাবট, ব্রেন্ডন ডগেট, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ