সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিংস্টনের সাবিনা পার্কে ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচটিতে টসে জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ দলে দুটি পরিবর্তন করা হয়েছে- জাকির হাসানের জায়গায় সাদমান ইসলাম এবং পেসার শরীফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম টেস্টের একাদশে কোনো পরিবর্তন করেনি।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেইডেন সিলস।
বিডি প্রতিদিন/এমএস