ইংলিশ প্রিমিয়ার লিগে পেনাল্টি থেকে হ্যাটট্রিকের নজিরবিহীন এক ঘটনা দেখা গেল। কাল রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে বোর্নমাউথের ম্যাচে এ ঘটনা ঘটে।
পেনাল্টি থেকে হ্যাটট্রিকটি করেছেন বোর্নমাউথের জাস্টিন ক্লুইভার্ট। এমন ঘটনা ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এটিই প্রথম।
বোর্নমাউথের হয়ে ক্লুইভার্ট পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন ম্যাচের তৃতীয় মিনিটে। এরপর ১৮ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন তিনি। ৭৪তম মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
শুধু পেনাল্টি গোলের হ্যাটট্রিকেই নয়, রেকর্ড হয়েছে পেনাল্টি আদায়েও।
প্রিমিয়ার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে তিনটি পেনাল্টি আদায় করার রেকর্ড গড়েছেন বোর্নমাউথ ফরোয়ার্ড ইভানিলসন।
উলভসের মাঠে ম্যাচটি ৪-২-এ জেতে বোর্নমাউথ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ