বোর্ডার-গাভাস্কার সিরিজের গোলাপি বলের টেস্টে জশ হ্যাজেলউড থাকবেন কি না তা নিয়ে বেশ একটা সংশয় ছিল। সেটাই সত্যি হলো। অ্যাডিলেডে টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়া অধিনায়ক জানিয়ে দিলেন হ্যাজেলউড থাকছেন না দিবা-রাত্রির টেস্টে। তার বদলে প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন স্কট বোল্যান্ড।
সিরিজের দ্বিতীয় টেস্টে এই একটিই পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া। দলের বাকিরা সবাই ছিলেন পার্থ টেস্টের একাদশে। যে টেস্ট ভারত জিতেছিল ২৯৫ রানের বিশাল ব্যবধানে। শঙ্কায় থাকা আরেক ক্রিকেট মিচেল মার্শ দলে থাকছেন সেটাও নিশ্চিত হলো এরই মাধ্যমে।
বোল্যান্ড অবশ্য আগে থেকেই অস্ট্রেলিয়ার ঘোষিত ১৩ জনের স্কোয়াডে ছিলেন। মাংসপেশির ইনজুরির জন্য হ্যাজেলউড ছিটকে গেলে তার বদলে এলেন এই বোলার। তবে বোল্যান্ডের এই ফেরাটাও হচ্ছে প্রায় দেড় বছর পর। ২০২৩ সালের অ্যাশেজের পর এবারই প্রথম মাঠে নামবেন বোল্যান্ড। ভারতের বিপক্ষে অতীত অবশ্য বেশ ভাল বোল্যান্ডের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১০৫ রানের খরচায় নিয়েছিলেন ৫ উইকেট।
অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়া একাদশ
উসমান খাজা, ন্যাথান ম্যাকসুয়েনি, মারনাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, স্কট বোল্যান্ড এবং প্যাট কামিন্স।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ