বিতর্কিত মন্তব্য করা যেন এক প্রকার নেশা হয়ে গেছে সুনিল গাভাস্কার। অতীতে বহুবার বিতর্কিত মন্তব্য করে রোষানলে পড়তে হয়েছে তাকে। এবার অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউডের চোটের ঘটনা নিয়ে মন্তব্য করায় গাভাস্কারের ওপর চটেছেন সাবেক অজি ক্রিকেটাররা।
সাইড স্ট্রেনের চোটে পড়ায় আসন্ন অ্যাডিলেড টেস্টে খেলা হচ্ছে না জশ হ্যাজলউডের। তার এমন চোটের ঘটনায় রহস্য খুঁজেছিলেন গাভাস্কার।
সাবেক ভারতীয় অধিনায়ক বলেছিলেন, অজি শিবিরে নার্ভাসনেসটা স্পষ্টভাবে অনুভব করা যায়। পুরোনো ক্রিকেটাররা যেভাবে এই বিষয়টা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে এখন ব্যাটারদের কিছু করার দায়িত্ব নিতে হবে।
গাভাস্কার বলেন, সাইড স্ট্রেনের চোটে পড়ে হ্যাজলউড দ্বিতীয় টেস্ট এবং সম্ভবত পুরো সিরিজেও দলের বাইরে থাকবেন। আশ্চর্যের বিষয়, যেহেতু সেই গণমাধ্যমের সামনে হ্যাজলউড কিছু একটা বিতর্কিত কথা বলেছিলেন। রহস্য, রহস্য- যা এর আগে ভারতীয় ক্রিকেটে প্রচলিত ছিল। এখন এটি অস্ট্রেলিয়ার দেখা যাচ্ছে। পুরানো ম্যাকডোনাল্ডের মতো, আমি কেবল এটি পছন্দই করে যাচ্ছি।
গাভাস্কারের এমন কথার জবাবে সাবেক অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ইএসপিএন ক্রিকইনফোর এক অনুষ্ঠানে বলেছেন, এটি আসলে আর খোঁচার পর্যায়ে নেই। গাভাস্কার গুজব সৃষ্টি করে তা ছড়িয়ে দিচ্ছেন। বিষয়টি অনেক মজার, কারণ প্রথম টেস্টে অনেকটা সময় তার সাথে ছিলাম। সেখানে এমন কিছু তাকে বলতে দেখিনি। বর্তমান অজি দলের প্রতি তিনি সম্মান দেখাচ্ছিলেন। এখন এসে এসব কথা বলছেন।
আরেক অজি রায়ান হ্যারিস বলেছেন, আমি শুনেছি গাভাস্কার সাহেব এখানে চক্র বা দ্বন্দ্বের আন্দাজ করেছেন। আসলে এটা পুরোপুরি রাবিশ। অস্ট্রেলিয়াতে এমন কিছুই হয় না। তবে আমি জানি ভারতে এমনটা হয়ে থাকে। আমি ভারতে থেকেছি। এখানে কোনো প্রকার রাজনীতি নেই এবং হ্যাজলউড যে কথাটি বলেছে, সেজন্য তাকে ম্যাচ মিস করতে হবে– ব্যাপারটি এরকমও নয়।
আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে মাঠে গড়াবে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচ জিতে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
বিডি প্রতিদিন/কেএ