বোর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টেও ভারতের হয়ে ওপেনিংয়ে দেখা যাবে রাহুল-জয়সওয়ালকে। প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে কেএল রাহুল সুযোগ পেয়ে ওপেনিং করেছেন এবং জয়সওয়ালের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ২০১ রানের একটি দুর্দান্ত জুটি গড়ে ভারতের জয় নিশ্চিত করেন।
ডে-নাইট টেস্টের আগে রোহিত বলেন, 'অ্যাডিলেডে রাহুল ওপেনিং করবে, আর আমি মিডল অর্ডারে খেলব।' রোহিত নিজে মেনে নিয়েছেন, মিডল অর্ডারে খেলাটা তার জন্য সহজ হবে না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দলের জন্য এটি প্রয়োজনীয় সিদ্ধান্ত। তিনি আরও বলেন, 'রাহুল যে ফর্মে আছে, তার পক্ষে ওপেনিং করা সবচেয়ে উপযুক্ত।'
রোহিত আরও বলেন, 'রাহুল এবং জয়সওয়াল প্রথম টেস্টে ওপেনিংয়ে যে ভাবে ব্যাট করেছে, তা আমাদের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাহুল বিদেশের মাটিতে যেভাবে খেলেছে, তাতে তার ওপেনিং পজিশন পুরোপুরি প্রাপ্য।'
বিডি প্রতিদিন/এমএস