বিজয় দিবসের প্রথম প্রহরে ছেলেদের জাতীয় দলের রোমাঞ্চকর জয়ের পর সাফল্য পেল বাংলাদেশের মেয়েরাও। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। মালয়েশিয়ার বায়ুইমাস ওভালে সোমবার (১৬ ডিসেম্বর) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৮ রানে জায় বাংলাদেশ। বৃষ্টিতে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ১২২ রান করে তারা। জবাবে ৮ উইকেটে ৯৪ রানে থামে লঙ্কানদের ইনিংস।
দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ করেন শ্রীলঙ্কান ওপেনার সানজানা কাভিন্দি। ১৩ বলে ২১ রান করেন এই ব্যাটার। বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪, এবং ইভা ১৯ বলে ১৮ রান করেন। শ্রীলঙ্কার রাশমিকা সেওয়ান্দি নেন সর্বোচ্চ চারটি উইকেট।
এদিন চার ওভারে ১৬ রানে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হন বাংলাদেশের নিশিতা আক্তার নিশি। পরবর্তী ম্যাচে মঙ্গলবার(১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে সুমাইয়া-নিশিতারা।
বয়সভিত্তিক এই এশিয়া কাপের ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ও নেপাল। প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল পাবে সুপার ফোরের টিকিট। পরে সেরা দুই দলকে নিয়ে আগামী ২২শে ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৭ ওভারে ১২২/৯ (জুয়াইরিয়া ০, ঈভা ১৮, সুবর্ণা ২৪, জান্নাতুল ৬, সুমাইয়া ১, আফিয়া ২৫, সাদিয়া ৩১, হাবিবা ৪, ফারজানা ০, নিশিতা ১*; সেওয়ান্দি ৩-০-২৩-৪, নেত্রাঞ্জালি ১-০-৯-০, মুনাসিংহে ৩-০-২২-০, হানসিকা ২-০-২০-১, মেথসারা ২-০-১১-২, থালাগুনে ৪-০-২০-২, থিলাকারাত্নে ২-০-১৬-০)
শ্রীলঙ্কা: ১৭ ওভারে ৯৪/৮ (কাভিন্দি ২১, হানসিকা ০, থিলাকারাত্নে ১৬, নিসানসালা ১৫, নানায়াক্কারা ৫, সেওয়ান্দি ২০, সানেথমা ৯, নেত্রাঞ্জালি ৫*, মেথসারা ০; হাবিবা ১-০-১৬-০, নিশিতা ৪-০-১৬-২, আফিয়া ৩-০-১৭-১, আনিসা ৪-০-১৯-০, ফারজানা ৩-০-১২-২, সুমাইয়া ২-০-১২-৩)
ফল: বাংলাদেশ ২৮ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যচ: নিশিতা আক্তার
বিডি প্রতিদিন/নাজিম