ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলোঅনের শঙ্কায় পড়েছিল ভারত। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) চতুর্থ দিনে জসপ্রীত বুমরাহ ও আকাশ দ্বীপের শেষ উইকেটের জুটিতে ভর করে ফলোঅন এড়িয়ে যায় রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ৯ উইকেটে ২৫২ রান তুলে দিন শেষ করেছে ভারত। এখনও ১৯৩ রানে পিছিয়ে আছে সফরকারীরা। চরম নাটকীয় কোনো পালাবদল না হলে ব্রিজবেন টেস্টের ভাগ্যে ড্র ছাড়া আর কিছু নেই।
বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে মঙ্গলবার দিনও কয়েক দফায় হানা দিয়েছে বৃষ্টি। প্রকৃতির বাগড়ায় এদিন খেলা হয়েছে ৫৮ ওভারের মতো। ৪ উইকেটে ৫১ রান নিয়ে খেলতে নেমে ৯ উইকেটে ২৫২ রানে চতুর্থ দিন শেষ করেছে ভারত। এখনও তারা পিছিয়ে ১৯৩ রানে, তবে ম্যাচে নিজেদের নিরাপদ ধরে নিতেই পারে তারা। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮ চারে ৮৪ রান করে ফেরেন রাহুল। প্রথম দুই টেস্টে না খেলা জাদেজা ফিরেই ১ ছক্কা ও ৭ চারে খেলেন ৭৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। শেষ উইকেটে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন বুমরাহ ও আকাশ।
অস্ট্রেলিয়া ভুগেছে চোটের কারণে জশ হেইজেলউড মাঠে না থাকায়। দিনের শুরুতে গা গরমের সময় পায়ের পেশিতে টান লাগায় এক ওভারের বেশি বোলিং করতে পারেননি অভিজ্ঞ পেসার। স্রেফ তিন বিশেষজ্ঞ বোলারের বোলিং আক্রমণ নিয়েও অস্ট্রেলিয়ানরা চেপে ধরে ভারতকে। প্রথম বলে উইকেট নিয়ে দিনটি শুরু করতে পারত অস্ট্রেলিয়া। কিন্তু প্যাট কামিন্সের বলে ৩৪ রানে থাকা রাহুলের সহজ ক্যাচ স্লিপে মুঠোয় জমাতে পারেননি স্টিভেন স্মিথ। কয়েক ওভার পর কামিন্সই রোহিত শার্মাকে কট বিহাইন্ড করে স্বাগতিকদের এনে দেন দিনের প্রথম সাফল্য। অ্যাডিলেইড টেস্টে দুই ইনিংসে ৩ ও ৬ রান করা ভারত অধিনায়ক এবার করেন ১০ রান।
পরের ওভারে পঞ্চাশ স্পর্শ করেন রাহুল, ৮৫ বলে। টেস্টে এটি তার সপ্তদশ ফিফটি। ৭৪ রানে ৫ উইকেট হারানো দলের হাল ধরেন রাহুল ও জাদেজা। তাদের ব্যাটে বাড়াতে থাকে রান। জমে ওঠে দুইজনের জুটি। ৬৭ রানের যুগলবন্দি ভাঙে রাহুলের বিদায়ে। ন্যাথান লায়নের বলে জায়গা বানিয়ে কাট শট খেলেন ভারত ওপেনার। ডানদিকে ঝাঁপিয়ে এক হাতে চোখধাঁধানো ক্যাচ নেন স্লিপে থাকা স্মিথ। ক্যারিয়ারের ২২তম টেস্ট ফিফটিতে জাদেজা পা রাখেন ৮২ বলে। নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে আরেকটি পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েন তিনি। ১৬ রান করতে ৬১ বল খেলা নিতিশকে বোল্ড করে এই দুইজনের ৫৩ রানে জুটি ভাঙেন কামিন্স।
এরপর মোহাম্মদ সিরাজ ও জাদেজাও দ্রুত ফিরে যান। এক রান করা সিরাজকে বিদায় করেন মিচেল স্টার্ক। জাদেজার উইকেটটি নেন কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের হাই বাউন্স পুল করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান জাদেজা, ডিপ স্কয়ারে ক্যাচ উঠলে তা লুফে নেন মিচেল মার্শ। ২১৩ রানে ভারতের নবম উইকেট তুলে নেওয়ার পর মনে হচ্ছিল ফলো অনে পড়তে যাচ্ছে ভারত। কিন্তু নবম উইকেটে ৩৯ রান যোগ করে ফলো অন এড়ানোর কাজটা করে ফেলেন জসপ্রীত বুমরাহ ও আকাশ দীপ। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হয় আগেই। ২৭ বলে তখন ১০ রানে অপরাজিত বুমরাহ, ৩১ বলে ২৭ রানে আকাশ। তবে ভারতীয় দল জানে, সংখ্যাগুলির ওজন আসলে আরও অনেক বেশি।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৫৫
ভারত ১ম ইনিংস: ৭৪.৫ ওভারে ২৫২/৯ (আগের দিন ৫১/৪) (রাহুল ৮৪, রোহিত ১০, জাদেজা ৭৭, নিতিশ ১৬, সিরাজ ১, বুমরাহ ১০*, আকাশ ২৭*; স্টার্ক ২৪-৩-৮৩-৩, হেইজেলউড ৬-২-২২-১, কামিন্স ২০.৫-২-৮০-৪, লায়ন ২১-০-৫৪-১, হেড ১-০-১-০, মার্শ ২-০-৬-০)
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ