ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মিচেল স্যান্টনার। সাদা বলে কিউইদের পূর্ণকালীন অধিনায়কত্ব পেয়েছেন এই স্পিন অলরাউন্ডার।
৩২ বছর বয়সী স্যান্টনারের জন্য এটাই অধিনায়ক হিসেবে প্রথম নয়। এর আগে কিউইদের ২৪টি টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন তিনি। তবে সবই ছিল ভারপ্রাপ্ত দায়িত্বে। পূর্ণকালীন দায়িত্ব পেলেন তিনি প্রথমবার।
আনুষ্ঠানিকভাবে স্যান্টনার পূর্ণকালীন অধিনায়কত্বের দায়িত্ব শুরু করবেন আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরুতে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ব্ল্যাকক্যাপসরা।
অধিনায়কত্বের নতুন চ্যালেঞ্জ পেয়ে দারুণ খুশি মিচেল স্যান্টনার। স্যান্টনার বলেন, 'এটি অবশ্যই একটা বড় সম্মান এবং দায়িত্বের বিষয়। ছোটবেলায় স্বপ্ন ছিল নিউজিল্যান্ডের হয়ে খেলার, কিন্তু এখন দুইটা ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া বিশেষ কিছু। এটি একটি নতুন চ্যালেঞ্জ এবং সামনের সাদা বলের গুরুত্বপূর্ণ সময়ের জন্য আমি রোমাঞ্চিত।'
তিনি আরও বলেন,'আমাদের কিছু অভিজ্ঞ খেলোয়াড় তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছে, যা বাকি দলের জন্য এবং তরুণ খেলোয়াড়দের জন্য একটি সুযোগ তৈরি করছে। এটি দলের জন্য একটি নতুন অধ্যায় ও আমরা আরও সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।'
বিডি প্রতিদিন/এমএস