টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সংস্করণ পাল্টাতেই পাল্টে গেল সফরকারীদের পারফরম্যান্স। মঙ্গলবার রাতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে শেষ ওভারে হারিয়েছে পাকিস্তান।
পার্লে টস জিতে ব্যাটিংয়ে নেমে নয় উইকেটে ২৩৯ রানের লড়াকু পুঁজি তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে সাত উইকেট হারিয়ে ম্যাচের তিন বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। তিন উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।
পার্লের বোল্যান্ড পার্কে পাকিস্তান দল ২১ বছর পর খেলতে নামলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে অল্পতেই বেঁধে ফেলেছিল। হেনরিখ ক্লাসেনের ৮৬ আর রিকেলটন, মার্করাম ও টনি ডি জর্জির ত্রিশোর্ধ্ব ইনিংসগুলোর পর ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলেছিল প্রোটিয়ারা।
রান তাড়ায় ৬০ রানের ৪ উইকেট হারিয়ে চাপে পড়লেও পঞ্চম উইকেটে আইয়ুব ও সালমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। এরপর শেষ স্পেল করতে এসে কাগিসো রাবাদা ও তাব্রেইজ শামসি দ্রুত ৩ উইকেট শিকার করলে ম্যাচ কিছুটা জমে ওঠে। কিন্তু নাসিম শাহকে নিয়ে (৯*) বাকিটা পথ অনায়াসে পাড়ি দেন সালমান। পাকিস্তান লক্ষ্যে পৌঁছে যায় ৩ বল বাকি রেখে। ১১৯ বলে ১০৯ রানে আউট হন সায়েম। ৯০ বলে ৮২ রানে অপরাজিত থাকেন সালমান। এ ছাড়া ২৩ রান করেন বাবর আজম।
কেপটাউনের নিউল্যান্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৩৯/৯ (ডি জর্জি ৩৩, রিকেলটন ৩৬, ফন ডার ডাসেন ৮, মার্করাম ৩৫, স্টাবস ১, ক্লসেন ৮৬, ইয়াসসেন ১০, ফেহ্লুকোয়াইয়ো ১, রাবাদা ১১, বার্টম্যান ১০*; আফ্রিদি ১০-১-৪৬-১, নাসিম ৬-০-৪০-০, সালমান ৮-০-৩২-৪, আবরার ১০-১-৩২-২, রউফ ৭-০-৩২-০, সাইম ৭-০-৩৪-১, কামরান ২-০-৯-০)।
পাকিস্তান: ৪৯.৩ ওভারে ২৪২/৭ (সাইম ১০৯, শাফিক ০, বাবর ২৩, রিজওয়ান ১, কামরান ৪, সালমান ৮২*, আরিফঅন ১, আফ্রিদি ০, নাসিম ৯*; রাবাদা ১০-০-৪৮-২, ইয়ানসেন ৯.৩-০-৪৫-১, বার্টম্যান ৭-২-৩৭-২, মার্করাম ১০-১-৪২-০, শামসি ১০-০-৫৪-১, ফেহলাকোয়াইয়ো ৩-০-১৫-০)।
ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে পাকিস্তান ১-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: সালমান আগা।
বিডি প্রতিদিন/এমএস