শেষ পর্যন্ত ড্র হয়ে গেল ব্রিসবেন টেস্ট। পঞ্চম দিনে ভারতের সামনে জয়ের জন্য ২৭৫ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও প্রথমে আলোর স্বল্পতা এবং তারপর বৃষ্টির কারণে আর খেলাই শুরু করা যায়নি।
তৃতীয় টেস্ট ড্র হওয়ায় সিরিজ আপাতত ১-১ থাকল। এরপরে বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নে। তারপর সিরিজের শেষ টেস্ট সিডনিতে। ফলে টিম ইন্ডিয়ার সামনে এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা বেঁচে থাকল।
আজ বুধবার গাবা স্টেডিয়ামে ৯ উইকেটে ২৫২ রানে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। দলীয় ৮ রান যোগ করতেই আউট হন আকাশ দিপ। ৪৪ বলে ৩১ রান করে ট্রাভিস হেডের বলে উইকেটের পেছনে অ্যালেক্স কেরের হাতে ক্যাচ হন ভারতীয় ১১ নম্বর ব্যাটার। এতে ২৬০ রানে শেষ হয় ভারতীয়দের প্রথম ইনিংস।
১৮৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। পঞ্চম দিনের শুরুতে দাপুটে বোলিং করে ভারত। ৮৫ রানেই অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে নেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজরা। এরপর অবশ্য বেশি সময় ব্যাটিং করেনি অসিরা। ৪ রান যোগ করে ৮৯ রানে ইনিংস ঘোষণা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এতে ২৭৫ রানের লক্ষ্য পায় ভারত।
লক্ষ্য তাড়া করতে বৃষ্টির কারণে লাঞ্চের আগে মাঠে নামতে পারেনি ভারত। মধ্যাহ্নবিরতির পর ভারতের দুই ওপেনার যসশ্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল মাঠে নামলেও খেলতে পারেন মাত্র ২.১ ওভার। তোলেন ৮ রান। এরপর আবার বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে দিনের শেষ দিকে দেখা দেয় আলোর স্বল্পতা। ফলে আগেভাগেই ম্যাচ ড্র-য়ের ঘোষণা দেন আম্পায়াররা।
এর আগে দ্বিতীয় ইনিংসে ২২ গজের পিচে বুমরাহ আকাশ দিপের তোপের মুখে দাঁঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার ৪ টপঅর্ডার। নাথান ম্যাকসুইনি ২৫ বলে ৪, উসমান খাজা ৭ বলে ৮, মারনাস লাবুশেন ৯ বলে ১ ও মিচেল মার্শ ১৩ বলে ২ রান করেন। দলীয় ২৮ রানের মধ্যেই সাজঘরে ফেরত যান তারা।
টেকেননি স্টিভ স্মিথও। ৫ বলে ৪ রান করে মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে রিশাভ পান্তের হাতে ক্যাচ হন তিনি। সিরাজের দ্বিতীয় শিকার হওয়ার আগে ১৯ বলে ১৭ রান করেন হেড।
১০ বলে ২২ রান করেন প্যাট কামিন্স। ইনিংস ঘোষণার সময় ১৯ রানে অপরাজিত ছিলেন অ্যালেক্স কেরে। তার সঙ্গে ২ রান নিয়ে খেলছিলেন মিচেল স্টার্ক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ