ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো এই ফরম্যাটে পেয়েছে সিরিজ জেতার স্বাদ। এক ম্যাচ হাতে রেখেই এই কীর্তি গড়ে ফেলেছে তারা। তবে এমন খুশির মাঝেই সৌম্য সরকারকে নিয়ে টাইগার শিবিরে এলো এক দুঃসংবাদ।
ছন্দে থাকা সৌম্য সরকার ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পেয়েছেন। আর তাতে ম্যাচ চলাকালীন সময়ে হাসপাতালে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। ম্যাচ শেষ জানা গেছে, সৌম্যর আঙুলে পাঁচ সেলাই লেগেছে। আর তাতে সিরিজ তো বটেই আসন্ন বিপিএলের প্রথম দিকে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ‘সৌম্যের ডান হাতের তর্জনী আঙুল কেটেছে, যেখানে পাঁচটি সেলাই লেগেছে। ম্যাচের পর একটি এক্সরে করানো হয়, তার আঘাত পাওয়া জায়গার হাড় নড়ে গেছে। তার সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।’
এদিন উইন্ডিজ ইনিংসের ৬ষ্ঠ ওভারে তানজিম হাসান সাকিবের গুড লেংথের বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন রভম্যান পাওয়েল। সেই ক্যাচটি নিতে গিয়ে আঙুলে মারাত্মকভাবে চোট পান সৌম্য। কাঁধ সমান উঁচুতে আসা বলটি সৌম্যর ডান হাতের তর্জনীতে লাগে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে উঠেন সৌম্য। বলটা তার বরাবরই আসছিল। হুট করে বাতাসে বলটা কিছুটা সুইং করে গতিপথ বদলে ফেলে। তাতেই আঘাত লাগে আঙুলে।
আগামী ৩০ ডিসেম্বর শুরু বিপিএল। ফলে বিপিএলের শুরুর বেশ কয়েকটি ম্যাচ সৌম্য মিস করতে যাচ্ছেন তা নিশ্চিত।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। ৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে আর ২ বছর পর দেশের বাইরে টি-টোয়েন্টি সিরিজ জয় করলো বাংলাদেশ। বুধবার সেন্ট ভিনসেন্টে লো-স্কোরিং এক ম্যাচে ক্যারিবিয়ানদের ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ